চার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকা
ডলারের ছবি
চলতি নভেম্বর মাসের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার ৬২৪ কোটি ২০ লাখ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে। আজ বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের নভেম্বরের প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছিল ২৯ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫৫ দশমিক ৬০ শতাংশ।
এদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ৬১ কোটি ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৪ নভেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯২৩ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৯০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক