ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
দেশের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। আজ বুধবার (২৬ নভেম্বর) এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
সার্কুলারে বলা হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। তবে অপরিহার্য কারণে বিদেশ ভ্রমণ করা যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
অপরিহার্য কারণ বলতে যেসব মূল কারণ বোঝানো হয়, তা হলো- চিকিৎসা, তীর্থযাত্রা, জরুরি দাপ্তরিক প্রয়োজন ইত্যাদি।
এর আগে দফায় দফায় ব্যাংকারদের বিদেশ যাত্রার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কখনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কখনও তা শিথিল করা হয়।

নিজস্ব প্রতিবেদক