কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল, আমানত কমল
দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে কোটি টাকার আমানত থাকা অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে। গত জুন থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে নতুন করে ৭৩৪টি কোটি টাকার অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। তবে এসব অ্যাকাউন্টে জমাকৃত অর্থের পরিমাণ কমেছে। আলোচ্য এই তিন মাসে কোটিপতি এসব অ্যাকাউন্ট থেকে আমানত কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত জুন মাস শেষে ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি। গত সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টিতে। তিন মাসের ব্যবধানে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৭৩৪টি। তবে অ্যাকাউন্ট বাড়লেও এসব অ্যাকাউন্টে আমানত কমেছে। গত জুনে কোটি টাকার অ্যাকাউন্টে জমার পরিমাণ ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। এই তিন মাসে এসব অ্যাকাউন্ট থেকে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা কমেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী, গত ২০২৩ সালের ডিসেম্বরে কোটি টাকার অ্যাকাউন্ট ছিল ১ লাখ ১৬ হাজার ৯০৮টি। ২০২৪ সালের ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ৩৬২টিতে। চলতি ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে কোটি টাকার অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭০টিতে পৌঁছেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট থাকা মানেই ওই ব্যক্তি কোটিপতি নন। এসব হিসাবের বড় একটি অংশই বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার। এছাড়া একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।

নিজস্ব প্রতিবেদক