ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা
দেশের বেসরকারি ব্যাংকগুলোর কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ রোববার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, বেসরকারি ব্যাংকগুলোর কর্মকর্তাদের আপাতত বিবেচনায় নিচ্ছি না। তারা রিজার্ভে থাকবে। একান্ত প্রয়োজন না হলে তাদের নেওয়া হবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করব ইনশাআল্লাহ। নির্বাচনের আগের রাতে ব্যালট যাবে।
তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে বলে জানান ইসি সানাউল্লাহ। তিনি বলেন, না সরালে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক