ফসলি জমির টপ সয়েল ইটভাটায় বিক্রির অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও ‘মাটি খেকো’ চক্র রাতের আঁধারে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। এতে একদিকে যেমন জমির উর্বরতা কমছে, অন্যদিকে আবাদি জমিগুলো ফসল উৎপাদনের সক্ষমতা হারিয়ে হুমকির মুখে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের সানপুর, পাহাড়পুর, মিড়কাডাঙ্গা, সিন্দুর মুচি ও মল্লিকপুর এলাকায় গত এক মাস ধরে অবাধে চলছে ফসলি জমির মাটি কাটার কাজ। এই মাটি ট্রাক্টর ভর্তি করে অবৈধ হিরা ভাটা, রেইন্ট্রি ভাটা ও আলিম লামমিম ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। সর্বশেষ শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাতেও ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকার হিন্দু পাড়া, সিন্দুর মুচির সরকারি খাঁড়ি ও কৃষি জমি থেকে এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে নেওয়া হয়েছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ।
ফতেপুর ইউনিয়নের কৃষক আব্দুর রহমান অভিযোগ করে বলেন, প্রতিদিন রাতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে পাশের জমিও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। আমরা ইউএনও এবং এ্যাসিল্যান্ডকে বিষয়টি জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার জানান, কৃষি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)