গম উৎপাদনে রেকর্ড, পাকিস্তানের নতুন কৌশলে সবাই অবাক
জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ সত্ত্বেও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি খাতে বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। আগামী ২০২৫-২৬ রবি মৌসুমের জন্য গম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৩০ মিলিয়ন টন নির্ধারণ করেছে দেশটির ফেডারেল কমিটি অন এগ্রিকালচার (এফসিএ)। খবর ডনের।
গত ২০২৪-২৫ রবি মৌসুমের জন্য ২৭ দশমিক ৯২ মিলিয়ন টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল পাকিস্তান। তবে বাস্তবে এর চেয়ে বেশি গম উৎপাদন করে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে সক্ষম হয় দেশটি। এফসিএর হিসেব অনুযায়ী, গত বছর ২৮ দশমিক ৪২ মিলিয়ন টন গম উৎপাদন হয়। এই সাফল্যের ওপর ভিত্তি করে এবার ৩০ মিলিয়ন টনের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যা রীতিমতো সবাইকে অবাক করেছে।
জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা মন্ত্রী রানা তানভীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই লক্ষ্যমাত্রা অনুমোদনের পাশাপাশি একটি সুদূরপ্রসারী গম নীতিও চূড়ান্ত করা হয়েছে। এই নীতির মাধ্যমে কৃষকরা যাতে উৎপাদন খরচ মেটানোর পরও যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করতে পারে, সেজন্য ন্যায্য সহায়ক মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
নতুন কৃষি কৌশলের মূল বিষয় হলো- জলবায়ু-সহনশীলতা এবং প্রযুক্তির ব্যবহার। এফসিএ খরা-সহনশীল ও ছত্রাকজনিত মরিচা রোগপ্রতিরোধী জাতের বীজ ব্যবহার এবং উচ্চ ফলনশীল, তাপ-সহনশীল জাতের বীজ উদ্ভাবনের ওপর জোর দিয়েছে। এছাড়া, উৎপাদন পূর্বাভাস এবং উন্নত পরিকল্পনার জন্য স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ অর্গানাইজেশন (সুপারকো) এবং ল্যান্ড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (এলআইএমএস) মতো উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে পাঞ্জাব ও সিন্ধুর মতো প্রধান গম উৎপাদনকারী প্রদেশগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহের আশ্বাসে এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
দেশটির ইন্ডাস রিভার সিস্টেম অথরিটির (ইরসা) উপদেষ্টা কমিটি নিশ্চিত করেছে, রবি মৌসুমে পানি সরবরাহে কোনো ঘাটতি হবে না। অন্যদিকে, পাকিস্তান সরকার কৃষকদের সহজ শর্তে ঋণসুবিধা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) আগামী অর্থবছরের জন্য ২ দশমিক ৫৭২ ট্রিলিয়ন রুপি কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা গত বছরের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ বেশি।
এই সমন্বিত ও কৌশলগত পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান সরকার কেবল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এগোচ্ছে না, বরং জলবায়ু সংকটের মধ্যেও কৃষিখাতে স্থায়িত্বশীল প্রবৃদ্ধি অর্জনের একটি উদাহরণ তৈরি করছে, যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক