ঢাকায় আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশ নেবেন সাফা সম্মেলনে
সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬ উপলক্ষে ঢাকায় আসছেন বিশ্বব্যাপী হিসাববিদদের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর প্রেসিডেন্ট জ্যঁ বুকো। এই সম্মেলনের মাধ্যমে প্রথমবারের মতো তিনি বাংলাদেশ সফর করবেন।
সম্মেলনের বিস্তারিত জানাতে আজ বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার কাওরান বাজারে সিএ ভবনে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এতে বক্তব্য দেন আইসিএবি’র প্রেসিডেন্ট এন. কে. এ. মবিন এফসিএ এবং সাফা অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ও আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ ফরহাদ হোসেন এফসিএ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইসিএবি ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান এফসিএ, কাউন্সিল মেম্বার মিসেস জেরীন মাহমুদ হোসেন এফসিএ, মুহাম্মদ এমরান হোসেন এফসিএ, চিফ এক্সিকিউটিভ অফিসার শুভাশীষ বসু, চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিকী এফসিএসহ আইসিএবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হবে সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬। এবারের সম্মেলনের প্রতিপাদ্য—পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ।
আইসিএবি’র আমন্ত্রণে এই সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইএফএসি-এর প্রেসিডেন্ট জ্যঁ বুকো। তাঁর অংশগ্রহণ সম্মেলনের বৈশ্বিক গুরুত্ব আরও বাড়াবে এবং নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভবিষ্যতের হিসাববিদ্যা পেশা নির্ভর করবে নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই প্রতিবেদন-এর সমন্বয়ের ওপর। প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে হিসাব ও আর্থিক খাতে বড় ধরনের রূপান্তর ঘটছে, যা বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০০-এর বেশি পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থা, শিক্ষাবিদ ও চিন্তানায়ক অংশ নেবেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসাইন ভূঁইয়া।
সম্মেলনের টেকনিক্যাল সেশনগুলো হলো—
টেকনিক্যাল সেশন–১: Professional Landscape: Reshaped by Ethics and Technology
টেকনিক্যাল সেশন–২: Beyond Numbers: Professional Accountants’ Evolving Role
টেকনিক্যাল সেশন–৩: Framework to Outcome: Sustainability Assurance
উল্লেখযোগ্যভাবে, এই সম্মেলনেই সাফার নেতৃত্ব হস্তান্তর করা হবে। ২০২৬ সালের জন্য সাফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ এবং সাফার এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেবেন আইসিএবি’র চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিকী এফসিএ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্মেলন সার্কভুক্ত দেশগুলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তানের নিয়ন্ত্রক সংস্থা, করপোরেট নেতা, নীতিনির্ধারক ও হিসাব পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময় ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পরিবর্তিত ভূমিকা তুলে ধরা হবে—যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অডিট, ফিন্যান্স, অ্যাডভাইসরি, আইটি কনসালটিং ও সাইবার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনটিভি অনলাইন ডেস্ক