ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ২য় তলায় বোর্ড রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, গ্রাহক সুরক্ষা ও প্রতিকার কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ অন্যান্য পরিচালকরা।
অনুষ্ঠানে বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কোম্পানির সচিব শাফকাত মওলা উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০২৫ সালের ব্যবসায়িক অর্জনে সন্তোষ প্রকাশ করা হয়। একইসঙ্গে ২০২৬ সালের করণীয় নির্ধারণসহ ব্যবসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক