গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়।
ফল প্রকাশের তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
মুনাজ আহমেদ নূর বলেন, ভর্তি কমিটির সভায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সে মোতাবেক গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর উঠেছে ৯৫। এরপর বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে সার্কুলার দিবে এবং শিক্ষার্থীরা তাঁদের প্রাপ্ত নম্বর অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করবে।’
গত ১৭ অক্টোবর দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
ফলাফল পাওয়া যাবে https://gstadmission.ac.bd/admission-result/get-form লিংকে।