জাবি উপাচার্যের অপসারণ দাবিতে ধর্মঘট সপ্তম দিনে
সপ্তম দিনের মতো চলছে দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ।
আজ শনিবার সকাল থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করে রাখেন। অবরোধের ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব সাপ্তাহিক ও সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা।
অবরোধের কারণে কোনো শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢুকতে পারেননি। টানা সপ্তম দিনের অধরোধে সাত দিন ধরে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে ক্লাস-পরীক্ষা না দিতে পেরে সেশন জটের কবলে পড়তে পারে এমন আশঙ্কা করছে শিক্ষার্থীরা ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে গত বুধবার সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের ওপর হামলার অভিযোগ তুলে অজ্ঞাত ৪০ জনকে আসামি করে আজ শনিবার ভোররাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ ছাত্রলীগের নেতাদের দেওয়ার অভিযোগ তদন্ত চেয়ে আন্দোলনে নামে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে উপাচার্যের অপসারণ দাবিতে সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ কর্মসূচি দেয় তারা।

জাহিদুর রহমান