ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে অনলাইন বিজ্ঞান মেলা উদযাপন
বর্ণিল উদ্যাপনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ইংলিশ ভার্সন) আয়োজনে ‘অনলাইন সায়েন্স কার্নিভাল-২০২১’ বা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ ছিল।
বিজ্ঞানের প্রতি সচেতনতা এবং জ্ঞান-বিজ্ঞানের আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গত ৬ অক্টোবর (শনিবার) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ ভার্সন ‘অনলাইন সায়েন্স কার্নিভাল-২০২১’ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ঢাকার স্বনামধন্য ২০টিরও বেশি উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী তাদের তৈরি করা বিজ্ঞানভিত্তিক প্রকল্পগুলো উপস্থাপন করে। প্রকল্পগুলো শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীল সক্ষমতা।
সায়েন্স কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সেক্রেটারি ড. ফেরদাউস জামান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মাহমুদুল হাসান, ড্যাফোডিল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শিবলি সাদিকসহ আরও অনেকে।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং জাঁকজমক উদ্যাপনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে মেধাক্রম অনুসারে তিনটি বিভাগ থেকে মোট নয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।