মুন্সী আব্দুর রউফ কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু
রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের ব্যবস্থাপনায় বর্ণিল আয়োজনে ডাচ বাংলা তৃতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বুধবার (২৩ মার্চ) দুপুরে দুই দিনব্যাপী (২৩-২৪ মার্চ) তৃতীয় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আগামীদিনে যুগোপযোগী ও বিজ্ঞানমনস্ক নাগরিক তৈরি করতে হবে। বিজ্ঞানমেলার মতো এ ধরনের আয়োজন থেকেই শিক্ষার্থীরা মেধা ও মননের চর্চায় নিজেদেরকে নিয়োজিত রেখে বিজ্ঞানমনস্ক সচেতন মানুষ হিসেবে ভবিষ্যতে দেশের হাল ধরবে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সায়েন্স ক্লাব অব রউফ কলেজ (এসসিআরসি)-এর চেয়ারম্যান লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ, উপাধ্যক্ষ মো. গোলাম সারোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক ড. তানজিলা আল মাজী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী এবং ক্লাব মডারেটর ও কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।
বিজিবি সদর দপ্তরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মাঠ ও বিভিন্ন কক্ষে আয়োজিত ২৪০টিরও বেশি বিজ্ঞান প্রজেক্ট, ৭৭টি ওয়াল ম্যাগাজিন, ৭৩টি রুবিকিউবস, ৩২টি স্ক্রাববুক, ৩৭টি কুইজটিম, ২৭টি প্রোগ্রামিং, ১৩৫টি গেইমিং টিম, ১৩টি সেগমেন্টে অলিম্পিয়াডসহ বিভিন্ন ইভেন্টে দেশের খ্যাতনামা প্রায় ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০০র বেশি শিক্ষার্থী এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে।