পরীক্ষা পেছানোর দাবিতে কুয়েট শিক্ষার্থীদের ক্লাস বর্জন, প্রধান গেটে তালা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা পরীক্ষা ১৫ দিন পেছনোর দাবিতে সব ক্লাস বর্জন করে প্রধান দুই গেটে তালা ঝুলিয়ে দিয়েছে।
করোনা মহামারির কারণে লেখাপড়া ব্যাহত হয়েছে এই কারণ দেখিয়ে পরীক্ষা ১৫ দিন পেছানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তারা জানিয়েছে ঘোষণা না আসা পযর্ন্ত ক্লাস বর্জন এবং প্রধান গেটে তালা দেওয়া থাকবে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের সামনে অবস্থান করে বিক্ষোভ করছে।
কুয়েট উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভূইয়া ঘটনার কথা স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে কুয়েটের প্রধান গেটের গেটম্যান জানান, সকালে শিক্ষার্থীরা প্রধান গেটে তালা লাগিয়ে দিয়ে গেছে। ফলে গেট দিয়ে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না।