এমবিবিএস ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেন যে শিক্ষার্থী
জাহাঙ্গীর আলম শান্ত। ফাইল ছবি
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত।
প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, জাহাঙ্গীর আলম শান্তর রোল নম্বর-২৪১৩৬৭১। তার পরীক্ষার কেন্দ্র ছিল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫।
এবারের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
জাহাঙ্গীর আলম শান্তর গ্রামের বাড়ি নরসিংদী। তিনি এসএসসিতে নরসিংদীর বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান। আর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ বছর গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।

নিজস্ব প্রতিবেদক