বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে চলবে পরীক্ষা, খোলা থাকবে হল
জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হল চালু রেখে ঘোষিত এবং চলমান সেমিস্টার ও বর্ষ ফাইনাল, ল্যাব পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত নোটিশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে শনিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।
ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে এনটিভি অনলাইনকে বলেন, শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষাকার্যক্রম সচল রাখার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে, ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল, ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীরে হবে। মিডটার্ম পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন হবে। পরবর্তীতে মিডটার্ম বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নিবে। আবাসিক হলসমূহ খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরীক্ষা রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহণ সেবা চালু থাকবে। প্রথমবর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। প্রথমবর্ষ ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি প্রজ্ঞাপন ও শিক্ষার্থীদের সমস্যাগুলো মাথায় রেখে ও শিক্ষাকার্যক্রম চালু রাখার জন্য একাডেমিক কাউন্সিলে এ সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।