বর্তমান ও সাবেক নেতাকর্মীদের ‘বারাকাহ’য় চলে ছাত্রশিবির : জাহিদুল ইসলাম
ইসলামী ছাত্রশিবিরের আয়ের উৎস জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ সোমবার (১৭ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বর্তমান আর সাবেক ছাত্রশিবির কর্মীদের দেওয়া চাঁদা ও বারাকাহর টাকাতেই চলে ইসলামী ছাত্রশিবির।
শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা যারা শিবির করি তারা প্রত্যেকেই যে যার সাধ্য অনুযায়ী চাঁদা দেই সংগঠন পরিচালনার জন্য। এই চাঁদায় বারাকাহ আছে। অন্যান্য দল ১০০ টাকা চাঁদা পেলে পাঁচ টাকা খরচ করে ৯৫ টাকা নিজের পকেটে রেখে দেয়। আমাদের ক্ষেত্রে হয় উল্টো, আমরা ১০০ টাকা পেলে তার সঙ্গে আরও ৫-১০ টাকা যোগ করে সংগঠনের জন্য খরচ করি। এখন প্রশ্ন আসতে পারে, শিক্ষার্থীরা টাকা পাবে কোথায়? আমরা যারা শিক্ষার্থী তারা তো মাসে কেউ পাঁচ হাজার কেউ ১০ হাজার আবার কেউ ২০ হাজার টাকাও খরচ করি। এই ৫/১০/২০ হাজার টাকা থেকে ৫/১০/৫০/১০০ টাকা তো আমরা অবশ্যই সংগঠনকে দিতে পারি।
কেন্দ্রীয় শিবির সভাপতি আরও বলেন, আমাদের অনেক প্রাক্তন শিবিরকর্মী ভাইয়েরা আছেন, যারা এখন ডাক্তার ইঞ্জিনিয়ারসহ প্রতিষ্ঠিত। তারা সাধ্যমতো আমাদের সহায়তা করেন। এ সবই হচ্ছে বারাকাহ। এই বারাকাহ দিয়েই আয়োজনগুলো আমরা সফল করি। এটা ঠিক যে আমাদের দায়িত্বশীল ভাইদের কষ্ট হয়। তাদের পকেট থেকে বাড়তি ব্যয়ের জোগান দিতে হয়। তার পরও দেখা যায় যে, শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আয়োজনগুলো সুন্দরভাবেই শেষ হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় ইসলামী ছাত্রশিবির। এ সময় তাদের নানা উপহার সামগ্রীও দেওয়া হয়। সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত এই আয়োজন চলে।

আকতার ফারুক শাহিন, বরিশাল