রৌমারী থেকেই শুরু হবে পরিবর্তনের সূচনা : আশরাফ আলী
জনগণের ন্যায়বিচার, নিরাপত্তা এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একনিষ্ঠভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. আশরাফ আলী আকন। তিনি বলেন, রৌমারীর মানুষ দেশপ্রেমিক ও ধর্মপরায়ণ; তারা সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় ঐক্যবদ্ধ থাকে। আগামী দিনের পরিবর্তনের সূচনা এখান থেকেই হবে।
কুড়িগ্রামের রৌমারীতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন। রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন রৌমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদের। সম্মেলনকে কেন্দ্র করে মাঠজুড়ে শুরু থেকেই জড়ো হতে থাকে হাতপাখা মার্কার সমর্থকসহ হাজারো সাধারণ মানুষ, যা পুরো এলাকাকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন রাজনীতির মাঠে শান্তি ও ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, রাজনীতির মাঠে অশান্তি নয়, শান্তি চাই; বিভেদ নয়, ঐক্য চাই। আশরাফ আলী আকন বলেন, দল সবার জন্য সমান সুযোগ, শিক্ষার আলো, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এই বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য ইসলামী ৮টি দলের সমন্বয়ে ঐক্যজোট গঠন করা হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের হাতপাখা মার্কার মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান। তিনি উপস্থিত জনস্রোত দেখে মুগ্ধতা প্রকাশ করে রৌমারীকে ‘দ্বিতীয় চরমোনাই’ আখ্যা দেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, আজকের এই জনস্রোত প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। এ এলাকার মানুষ ন্যায়ের পক্ষে স্পষ্ট অবস্থান রাখে। তাই আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা মার্কায় ব্যাপক ভোটে বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।
মো. হাফিজুর রহমান আরও প্রতিশ্রুতি দেন যে নির্বাচিত হলে নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিখাতে আধুনিকায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মাসুদ পারভেজ, কুড়িগ্রাম (চর রাজিবপুর-রৌমারী)