৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে ইসির নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনও ৩২৫টি ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ। এসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে ইসি। সম্প্রতি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। এসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, ৩২৫টি ভোটকেন্দ্রের মধ্যে যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব সেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিদ্যুৎহীন ভোটকেন্দ্রের সংখ্যায় শীর্ষে রয়েছে রাঙামাটি, ৫১টি। এরপর বান্দরবানে ৫০টি, কুড়িগ্রামে ৩৩টি, ভোলা ৩১টি, খাগড়াছড়িতে ২২টি, সিরাজগঞ্জে ১৮টি, গাইবান্ধায় ১১টি, টাঙ্গাইল ও মানিকগঞ্জে ৯টি করে, ফরিদপুরে আটটি, রাজশাহী, ঢাকা, শরীয়তপুর ও নোয়াখালীতে সাতটি করে, লালমনিরহাট ও চাঁপাইনবাবগঞ্জে ছয়টি করে, খুলনা ও কক্সবাজারে পাঁচটি করে, কিশোরগঞ্জে চারটি, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও চট্টগ্রামে তিনটি করে, ঠাকুরগাঁও, রংপুর, বরগুনা, গাজীপুর, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে দুটি করে এবং বাগেরহাট, বরিশাল, নরসিংদী, মাদারীপুর ও চাঁদপুরে একটি করে ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইসি। যার মধ্যে পুরুষদের জন্য এক লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য এক লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে দুই লাখ ৪৪ হাজার ৬৪৯টি। তবে গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় গোপন বুথের সংখ্যা বৃদ্ধি করবে সংস্থাটি।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইশের শেষ দিন ছিল আজ রোববার। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

নিজস্ব প্রতিবেদক