ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৮
বরিশালে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলাকে কেন্দ্র করে যশোর ও বাগেরহাট ফুটবল টিমের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী রয়েছেন।
আজ শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে বরিশাল জেলা স্টেডিয়ামে যশোর ও বাগেরহাট জেলার মধ্যকার ম্যাচটি শুরু হয়। খেলা চলার সময়ে দ্বিতীয়ার্ধের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সেলেজিং (উত্তেজক মন্তব্য) করাকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা দেখা দেয়। এই উত্তেজনা দ্রুত দর্শক সারিতেও ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের দর্শক ও খেলোয়াড়রা প্রথমে যশোরের দর্শকদের উদ্দেশে উত্তেজনাকর আচরণ করলে মুহূর্তেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে যশোর জেলার সমর্থক হিসেবে মাঠে উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হন।
এই ঘটনার পরপরই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলে দলে জেলা স্টেডিয়ামের সামনে জড়ো হন। প্রায় এক ঘণ্টা পর, বাগেরহাট দলের গাড়ি স্টেডিয়াম ত্যাগের সময় শিক্ষার্থীদের একাংশ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় বাগেরহাট জেলার তিনজন আহত হন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (শনিবার রাত), বাগেরহাট জেলার দলটি স্টেডিয়ামের ভেতরে অবস্থান করছিল। অন্যদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।

আকতার ফারুক শাহিন, বরিশাল