বাকৃবি ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্মকাণ্ড আরও বেগবান করতে বাকৃবি শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ১০ দিনের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হতে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।
২০১৬ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সবুজ কাজীকে সভাপতি
এবং মিয়া মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বাকৃবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তারও এক বছর পর ২০১৭ সালের ২২ নভেম্বর ২১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সদ্যবিলুপ্ত এ কমিটি এক বছরের জন্য গঠিত হলেও পাঁচ বছরের বেশি সময় দায়িত্ব পালন করে।