বাকৃবিতে খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মৌন মিছিল
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসর মাহমুদ চৌধুরীসহ সব নেতাকর্মীর মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ এবং নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে মৌন মিছিল করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালি দল এ মৌন মিছিলের আয়োজন করে। মিছিলটি বাকৃবি লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. গোলাম হাফিজ ক্যানেডি ও সাধারণ সম্পাদক ড. মো. আবুল কালাম আজাদ। মিছিলে সোনালি দলের সব নেতাকর্মী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এ সময় সোনালি দলের সাধারণ সম্পাদক ড. মো. আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, ‘মিছিল চলাকালে ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে মারমুখী অবস্থান নেয় এবং কর্মসূচিতে বাধা সৃষ্টির উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দেন। মিছিল শেষে শিক্ষক নেতারা মৎস অনুষদে চলে গেলে সেখানেও ছাত্রলীগ কর্মীরা স্লোগান দেন।’
সোনালি দলের নেতারা বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন।’
মিছিলে আরও অংশ নেন অধ্যাপক ড. মো. শওকত আলী, ড. মো. মাহবুব আলম, ড. মো. বাহানুর রহমান, ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, ড. মো. ওয়াকিলুর রহমান, ড. মাছুমা হাবিব, ড. মো. আবুল হাশেম, ড. মো. আখতারুল আলম, ড. মুহাম্মদ গোলাম কাদের খান, ড. মো. শাহেদ রেজা, ড. জোয়াদ্দার ফারুক আহাম্মদ, ড. মো. সহিদুজ্জামান, ড. এম আরিফুল ইসলাম, ড. তাহসিন ফারজানা, ড. মুক্তা খান, ড. মোহাম্মদ আলম মিয়া, ড. মো. গোলাম মুর্তুজা, ড. এম এ ফারুখ, ড. মো. শহীদুল ইসলাম, ড. মো. আবদুল আলীম, ড. মো. আব্দুল কাফি, ড. মোছা. মিনারা খাতুন, ড. ইলিয়াছুর রহমান ভূঁইয়া ও ড. মো. শামসুল আলমসহ অন্যান্যরা।

আইয়ুব আলী, ময়মনসিংহ