শিক্ষামন্ত্রীর আশ্বাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন শিথিল
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিক ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কার চেয়ে অনশন ও আন্দোলন শিক্ষামন্ত্রীর আশ্বাসে ‘শিথিল’ করেছেন শিক্ষার্থীরা। তালাবদ্ধ একাডেমিক ও প্রশাসনিক ভবন খুলে দেওয়া হলেও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে শিক্ষার্থীরা জানিয়েছেন।
আজ শনিবার বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন শিথিল করার ঘোষণা দিয়ে একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সংগীত অধ্যয়ন বিভাগের প্রক্টর রওশন আলম জানান, শিক্ষামন্ত্রীর আশ্বাসে এবং তদন্ত কমিটির ওপর আস্থা রেখে আপাতত সব অবরোধ ও আন্দোলন শিথিল করেছেন শিক্ষার্থীরা।
অভিযুক্ত শিক্ষিক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিক ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কার চেয়ে অনশন, অবরোধ ও আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।