রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপককে শোকজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলামকে আচরণবিধি লঙ্ঘন এবং আর্থিক অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
আজ রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।
৬ মে তারিখে দেওয়া ওই নোটিশে উল্লেখ করা হয়, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের সংগীত ব্যবহারিক ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন ড. ফখরুল। সরকারি আর্থিক বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থের সমন্বয় না করায় অভিযোগ উঠেছে যে অর্থ ব্যয়ই হয়নি।
নোটিশে আরও বলা হয়, দীর্ঘদিন অগ্রিম অর্থ ব্যক্তিগতভাবে রেখে দেওয়া আর্থিক শৃঙ্খলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আচরণবিধির পরিপন্থি। কেনো তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। চাইলে তিনি ব্যক্তিগত শুনানির আবেদনও করতে পারবেন।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলামের মন্তব্য জানতে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।