রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবি, শিক্ষার্থীদের আমরণ অনশন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শাহ আজমের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শাহ আজমের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কান্দাপাড়া একাডেমিক ভবনের সামনে বসে এ অনশন শুরু করেন তারা।
শিক্ষার্থী আবু সাঈদ বলেন, আমরা ১৭ আগস্ট থেকে আওয়ামী ফ্যাসিস্ট অধ্যাপক মো. শাহ আজমের পদত্যাগের জন্য আন্দোলন করে আসছি। এখন পর্যন্ত পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এ পরিস্থিতিতে আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি, আমরন অনশনে যাব। একই সঙ্গে পদত্যাগ না করা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।