শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত কর্নেল মালেক মেডিকেল কলেজ ক্যাম্পাস
গত দেড় বছরে করোনা সংক্রমণ মোকাবিলার জন্য স্ব-রীরে দেশের সব মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। আজ কলেজগুলো খুলে দেওয়া হয়েছে এবং যথারীতি ক্লাস নেওয়া হচ্ছে। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে দেড় বছরে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হয়েছে।
এদিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে আজ সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্লাস নেওয়া হচ্ছে। মুখরিত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। এছাড়াও কলেজ কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্যবিধি ও দূরত্ব বজায় রেখে ক্লাস নিচ্ছেন। ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল আশানুরূপ, প্রায় পঁচানব্বই শতাংশের উপরে।
আজ সকালে শিক্ষার্থীদের প্রথম ক্লাস নেওয়া হয়েছে। ক্লাসে আসতে পেরে শিক্ষার্থীদের চোখে মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। এছাড়াও দ্বিতীয় ও শেষবর্ষের শিক্ষার্থীদের নেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস।
দীর্ঘ সময় শেষে শিক্ষকেরা শিক্ষার্থীদের কাছে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে।