রুয়েটে শিক্ষার্থীদের বিজয়ের পর শিক্ষকরা ক্লাস বর্জনে
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ‘৩৩ ক্রেডিট পদ্ধতি’ বাতিলের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষক সমিতি ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। শিক্ষক সমিতির দাবি, শিক্ষকদের সঙ্গে অসদাচারণের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের শাস্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তাঁরা এ কর্মসূচি চালাবেন।
আজ রোববার বিকেল ৩টায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী জানিয়েছেন।
রুয়েট সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল থেকে টানা ২৩ ঘণ্টা উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধের পর আজ রোববার সকাল সাড়ে ১০টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর দেড়টার দিকে একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ইকবাল মতিন পরীক্ষায় ‘৩৩ ক্রেডিট পদ্ধতি’ বাতিলের ঘোষণা দেন। পরে প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর পর বিকেলে এক জরুরি সভায় উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ, শিক্ষকদের সঙ্গে অসদাচারণ এবং শিক্ষকদের যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ক্লাস-পরীক্ষা গ্রহণ থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।
রুয়েট শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. এন এইচ এম কামারুজ্জামান সরকার বলেন, ‘আমাদের শিক্ষকদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর মন্তব্য করা হয়েছে। এ ছাড়া আমাদের কথার অবাধ্য হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকব।’