ডুয়েটে প্রথমবারের মতো চাকরি মেলা

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আজ রোববার জব ফেয়ার-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে ফিতা কেটে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন ওই চাকরি মেলার উদ্বোধন করেন।
এ উপলক্ষে ডুয়েট মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপাচার্য, জব ফেয়ারের চেয়ারম্যান ও ডুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. কামরুজ্জামান, যন্ত্রকৌশল অনুষদের ডিন ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।
যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ওয়ার্কশপ ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। এতে এনার্জিপ্যাক, বেঙ্গল গ্রুপ, আকিজ গ্রুপ, যমুনা গ্রুপ, একমি, এসিআই, আনোয়ার গ্রুপ, ওরিয়ন গ্রুপ, ডিবিএল গ্রুপ, আনোয়ার গ্রুপ, আনোয়ারা গ্রুপ, প্রাণ গ্রুপ, আরএফএল প্লাস্টিক, নোমান গ্রুপসহ দেশের নামিদামি ২২টি প্রতিষ্ঠানের স্টল খোলা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডুয়েটের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপিত হবে এবং পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। এ মেলার ফলে বিশ্ববিদ্যালয়ের পাস করা (ডিগ্রিধারী) মেকানিক্যাল প্রকৌশলীদের বিভিন্ন কারখানা তথা প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সুযোগ সৃষ্টি হয়েছে।
জব ফেয়ারের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এ ধরনের ফেয়ারের আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘ইন্ডাস্ট্রিগুলোতে অনেক নতুন নতুন টেকনোলজি থাকে যা সব সময় আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকে না। এ ধরনের ফেয়ারের মাধ্যমে ইন্ডাস্ট্রির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কারিগরি সম্পর্ক বৃদ্ধি পাবে। সে সঙ্গে জব (চাকরি) মার্কেট কী ধরনের গ্রাজুয়েট চাচ্ছে-তার আলোকে আমরা আমাদের কোর্স কারিকুলামকে ঢেলে সাজিয়ে সে আলোকে গ্রাজুয়েটদের তৈরি করতে পারি।’ তিনি আরো বলেন, ‘ইন্ডাস্ট্রিগুলোও আমাদের সাহায্য নিয়ে নানা ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে।’
অনুষ্ঠানে অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা আশা করি, এই জব ফেয়ারে আমাদের ১২০ জন গ্রাজুয়েটই তাঁদের দক্ষতা প্রদর্শনপূর্বক চাকরি অর্জন করতে পারবে।’
জব ফেয়ারে যন্ত্রকৌশল বিভাগের ছাত্রদের পরিচালিত বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনও প্রদর্শন করা হয়।