ছড়িয়ে পড়ছে শিক্ষায় ভ্যাটবিরোধী বিক্ষোভ
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ছে। গতকাল বুধবার রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে আন্দোলন-বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর ধানমণ্ডি সাতমসজিদ রোড, কারওয়ান বাজার, উত্তরা, রামপুরাসহ বিভিন্ন স্থানে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। শিক্ষার্থীদের অবরোধের ফলে বন্ধ রয়েছে বেশ কিছু সড়কের যান চলাচল।
urgentPhoto
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘নো ভ্যাট অন এডুকেশন (শিক্ষায় ভ্যাট নয়)’ দাবি নিয়ে আজ ঢাকার ছয়টি স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। ধানমণ্ডি ২৭ নম্বরের সামনে, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে এবং বনানী, মহাখালী ও উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তবে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুলিশ ঘিরে রাখায় অনেক শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দিতে পারেননি বলে জানান বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
রাজধানী ছাড়াও সাভারে গণবিশ্ববিদ্যালয়, শিকদার মেডিকেল কলেজ ও এনাম মেডিকেল কলেজ এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সারা দেশে মোট ১৬৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে। এগুলোর মধ্যে এখন পর্যন্ত প্রায় ১০০টি প্রতিষ্ঠান এ আন্দোলনে অংশ নিয়েছে বলে জানান ধানমণ্ডিতে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী।
সাতমসজিদ এলাকায় গিয়ে দেখা যায়, বেলা সাড়ে ১১টা থেকে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। হাজারো শিক্ষার্থী রাস্তায় বসে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন। দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা। এ কারণে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এ ছাড়া রাজধানীর বারিধারা এলাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবারের আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতায় আজ সকাল থেকে আবারো বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের সঙ্গে আজ যোগ দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এই আন্দোলনের ফলে ওই এলাকার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
একই দাবিতে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় বিক্ষোভ করছেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারওয়ান বাজারের নর্দান ইউনিভার্সিটির সামনে ফুটপাতে ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অন্যদিকে, চট্টগ্রামের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে মিছিল করেছেন। মিছিল শেষে নগরীরর জিইসির মোড়ে বিক্ষোভ করছেন তাঁরা।
প্রতিটি বিক্ষোভের আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও আজ সকাল থেকে এখন পর্যন্ত পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া বা সংঘর্ষের ঘটনা কোথাও ঘটেনি।
তবে গতকাল ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর আফতাবনগর ও রামপুরা এলাকায় পুলিশের পাল্টিপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন।
সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস বা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ও রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।