আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে মুখর রাবির শিক্ষার্থীরা
ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানিকে নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানানে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করে বলেন, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তাঁবেদার হিসেবে কাজ করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করতে চাইছে। এর অংশ হিসেবে দেশের ক্রিকেটের সম্পদ তাসকিন ও সানির বিরুদ্ধে অন্যায়ভাবে ‘ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনে’র অভিযোগ তোলা হয়েছে।
এ সময় ‘ক্রিকেট আমাদের রাজনীতি নয়, ক্রিকেট আমাদের আবেগ’, ‘শেম আইসিসি, শেম বিসিবি’, ‘ইন্ডিয়ার দালাল আইসিসি’, ‘এক দফা এক দাবি - ব্যাক, তাসকিন ব্যাক সানি’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা আইসিসির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি আইসিসির এমন হঠকারী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিসিবির নতজানু ভূমিকারও তীব্র সমালোচনা করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

রাবি সংবাদদাতা