তনুর হত্যাকারীদের শাস্তির দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
কুমিল্লায় নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষক ও হত্যাকারীদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি আল জাহিদের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ঢাবি শাখা সভাপতি উম্মে হাবিবা বেনজির, ঢাকা মহানগর শাখা সভাপতি তাহরাত লিয়ন, ইডেন কলেজ শাখার আহ্বায়ক রুশনান ফারহা বিপাশাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিজান রহমান, দপ্তর সম্পাদক কাকন বিশ্বাস প্রমুখ।
গত ২০ মার্চ রোববার রাত ১০টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে। সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় এমন ঘটনায় ক্ষুব্ধ আজ সাধারণ মানুষ। প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন প্রান্তে।
ছাত্র ফেডারেশনের সমাবেশে বক্তারা বলেন, দেশের নারীরা ঘরে-বাইরে-শিক্ষাপ্রতিষ্ঠানে-কর্মক্ষেত্রে কোথাও নিরাপদ নয়। সেনানিবাসের ভেতর যেখানে সর্বোচ্চ নিরাপত্তা আছে বলে ধারণা করা হয় যেখানকার সেনারা দেশের নিরাপত্তা ব্যবস্থার কাজে নিয়োজিত, সেখানে নারী ধর্ষণ ও হত্যার মতো অমানবিক এবং ঘৃণ্য ঘটনা ঘটে। এটা আবারো প্রমাণ করে যে বর্ডার থেকে বেডরুম কোথাও সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। বক্তারা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

অনলাইন ডেস্ক