রাবিতে চারুকলা প্রদর্শনী শুরু শনিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী চারুকলা প্রদর্শনী। আগামী শনিবার থেকে এই অনুষদের তিন বিভাগের শিক্ষার্থীদের চারশ শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রদর্শনীর আহ্বায়ক এবং অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম রানা।
সংবাদ সম্মেলনে মো. আমিরুল ইসলাম রানা বলেন, ছয় দিনব্যাপী এই প্রদর্শনী শনিবার শুরু হয়ে চলবে বৃজস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন, উপউপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায় প্রমুখ।
এদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনের সামনে প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।
আমিরুল ইসলাম রানা আরো বলেন, বার্ষিক চারুকলা প্রদর্শনীতে শিক্ষার্থী ও শিল্পীদের চিত্রকর্ম, ছাপচিত্র, ভাস্কর্য, মৃৎশিল্পসহ বিভিন্ন ক্যাটাগরিতে চারশতাধিক চিত্রকর্ম প্রদর্শিত হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এদের মধ্য থেকে সৃজনশীল কাজের জন্য শিক্ষার্থীদের সাতটি বিভাগ থেকে মোট ৩১টি পুরস্কার দেওয়া হবে ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গ্রাফিক ডিজাইন, কারুকলা ও শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক টি এম এম নূরুল মোদ্দাসের চৌধুরী, সিরামিক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিক আল করিম প্রমুখ।

রাবি সংবাদদাতা