রাবি প্রশাসনের তিন পদে আসছে নতুন মুখ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক পদে আগামী ১ এপ্রিল নতুন তিন শিক্ষক দায়িত্বে আসছেন। মেয়াদ শেষ হওয়ায় আজ মঙ্গলবার উপাচার্য এ নির্দেশ দেন। সংশ্লিষ্ট শিক্ষরা এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলেও নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার এক আদেশের মাধ্যমে রাবি প্রশাসনের প্রক্টর হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান, ছাত্র উপদেষ্টা হিসেবে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান-২ এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আগামী ১ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন।
প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমার বিভাগে প্রশাসন থেকে চিঠি পাঠানো হয়েছে। তবে আমি এখনো তা দেখিনি। তাই বলতে পারছি না সেখানে কী লেখা আছে। তবে আমি শুনেছি, আমাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে বর্তমান ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘আজ আমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চিঠি দিয়ে পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান-২ আমার পরিবর্তে আগামী ১ এপ্রিল থেকে ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।’
এর আগে ছাত্র উপদেষ্টা হিসেবে অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর হিসেবে অধ্যাপক তারিকুল হাসান এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে অধ্যাপক ইলিয়াছ হোসেন ২০১৩ সালে ২১ মার্চ থেকে দায়িত্ব পালন করছিলেন।

রাবি সংবাদদাতা