জাবির ক্যান্টিনকর্মীকে ধর্ষণের অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ক্যান্টিনকর্মীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ছেলে ও তার বন্ধুদের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করেছেন প্রীতিলতা হলের ক্যান্টিন মালিক মো. মানিক মিয়া। এর আগে রোববার ভোররাতে ধর্ষণের শিকার হন ওই ক্যান্টিনকর্মী।
মানিক মিয়া জানান, গত রোববার রাতে ওই কিশোরী প্রীতিলতা হলে কাজ শেষে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় তাঁর বান্ধবীর বাসায় বেড়াতে যান। সেখানে ‘অসামাজিক’ কার্যকলাপ চলছে অভিযোগ তুলে সোমবার ভোররাত ৪টার দিকে পাথালিয়ার এক ইউপি সদস্যের ছেলে সুজন, তার বন্ধু ফজলুল ও মানিক মেয়েটিকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে নবীনগর এলাকায় একটি ফাঁকা স্থানে নিয়ে ধর্ষণ করে এবং তার পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিনুল কাদির জানান, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে ও তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে মর্মে থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আজ বুধবার সকাল ৮টার দিকে ধর্ষণের শিকার ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

জাহিদুর রহমান