ঢাবির প্রাণিবিদ্যা বিভাগে ১০ লাখ টাকার অনুদান
বিভাগের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মো. হুমায়ুন কবির ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরসংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের এই চেক বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রাণিবিদ্যা বিভাগের উন্নয়নে অনুদান দেওয়ায় অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মো. হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানান।
ঢাবি উপাচার্য বলেন, একজন শিক্ষকের সীমিত সঞ্চয় থেকে অনুদান দেওয়ার দৃষ্টান্ত বিরল। তাঁর এই দৃষ্টান্ত অনুসরণ করার জন্য উপাচার্য সবার প্রতি আহ্বান জানান। এই অনুদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল ও সম্প্রসারিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভূগোল বিভাগে ১১ লাখ টাকার অনুদান
এদিকে ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদানের লক্ষ্যে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই সমিতি’ বিশ্ববিদ্যালয়কে ১১ লাখ টাকা দিয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরসংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক হাফিজা খাতুন, অ্যালামনাই সমিতির সভাপতি এ কে বি দ্বীন মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আবদুল সালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভূগোল ও পরিবেশ বিভাগের মেধাবী শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট ফান্ড গঠনের উদ্দেশ্যে অনুদান প্রদানের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই সমিতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এতে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশে উৎসাহিত হবে এবং লেখাপড়ায় আরো মনোযোগী হবে। এই অনুদান বিভাগের শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা