ঢাবি আন্তহল ভলিবল
শামসুন্নাহার ও বিজয় একাত্তর হল চ্যাম্পিয়ন
আন্তহল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শামসুন্নাহার হল ও বিজয় একাত্তর হল। ছবি : এনটিভি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তহল ভলিবল প্রতিযোগিতায় মেয়েদের হলের মধ্যে শামসুন্নাহার হল ও ছেলেদের হলের মধ্যে বিজয় একাত্তর হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার আপ হয়েছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও জগন্নাথ হল।
আজ সোমবার বিকেলে চূড়ান্ত খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভলিবল কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, হাউস টিউটর এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা