ঢাবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ডিরেক্টরি প্রকাশ
ছবি : এনটিভি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) সদস্যদের তথ্যসংবলিত ডিরেক্টরি প্রকাশিত হয়েছে।
গত ১৬ মার্চ উপাচার্য ও ডিইউএমসিজেএএর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ডিরেক্টরির মোড়ক উন্মোচন করেন।
ডিরেক্টরি কমিটির সদস্য সচিব ও ডিইউএমসিজেএএর দপ্তর সম্পাদক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ সময় সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. মফিজুর রহমান, ডিইউএমসিজেএএর সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, ডিরেক্টরি কমিটির আহ্বায়ক ড. অলিউর রহমানসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিরেক্টরিটি সাংবাদিকতা বিভাগের সেমিনার লাইব্রেরি থেকে সংগ্রহ করা যাবে। এর শুভেচ্ছামূল্য ধরা হয়েছে ১০০ টাকা।

অনলাইন ডেস্ক