স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামের নতুন কমিটি
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন স্টামফোর্ড ডিবেট ফোরামের (এসডিএফ) স্টুডেন্টস এক্সিকিউটিভ কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের ক্লাব কক্ষে কমিটি ঘোষণা করেন এসডিএফের প্রধান সমন্বয়ক, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট প্রক্টর আল মামুন। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম ফিরোজ আহমেদ ২৬ সদস্য কমিটি অনুমোদন করেন।
নবগঠিত এ কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব জোহা। দুজনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
সহসভাপতি (বিতর্ক ও কর্মশালা) হয়েছেন মোহাইমিনুল ইসলাম এবং সহসভাপতি (প্রশাসন) হয়েছেন মাহমুদুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান রাকিব ও রাকিল খোন্দকার নিশান।
অন্য পদগুলোতে রয়েছেন প্রকাশনা সম্পাদক বেনজির আবরার, যুগ্ম প্রকাশনা সম্পাদক আসিফ নেওয়াজ। অনুষ্ঠান সম্পাদক আমির হামজা, যুগ্ম অনুষ্ঠান সম্পাদক মনিরুল ইসলাম মনির। সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার শান্তা। প্রচারণা সম্পাদক পূজা ভৌমিক, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ তাইজুল ইসলাম, যুগ্ম আপ্যায়ন সম্পাদক প্রণব মিস্ত্রি। কর্মী সংগ্রহ সম্পাদক তানজিলা আহমেদ। তথ্য সম্পাদক নূর নবী সৈকত, যুগ্ম তথ্য সম্পাদক তমা রায়, ব্যবস্থাপনা সম্পাদক মাহফুজ আলামিন, অফিস সম্পাদক রুশামা নওশীন সারা, ইভেন্ট সম্পাদক আদমান নাঈম ও যুগ্ম ইভেন্ট সম্পাদক মোহাম্মাদ হানিফ।
এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান অরিখ, মোহাম্মাদ মহিউদ্দিন সিফাত, জিনিয়া রহমান, ফাতেমা এবং ফাহিম মনোয়ার নাজিয়া।

ফিচার ডেস্ক