জাবিতে হরতালে আটক ছাত্রজোটের নেতাকর্মীদের মুক্তি
হরতালের সমর্থনে মহাসড়ক অবরোধ করে রাখায় আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মী।
আজ সোমবার বিকেল ৪টার দিকে এসব নেতাকর্মী আশুলিয়া থানা থেকে বেরিয়ে আসেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাসহ সারা দেশে ঘটতে থাকা খুন, গুম, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করে প্রগতিশীল ছাত্রজোট।
ওই কর্মসূচির অংশ হিসেবে সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
অবরোধের এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিক, সম্পাদক সুস্মিতা মরিয়ম ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সেক্রেটারি আবিদ সরকার সোহাগসহ ১২ আন্দোলনকারীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘পুলিশের উচ্চপর্যায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। আটকদের ছাড়ানোর ব্যবস্থা করা হয়। আমি দায়িত্ব নিয়ে এদের নিয়ে এসেছি।

জাবি সংবাদদাতা