স্বাধীনতাবিরোধীরাই গুলশান হামলায় জড়িত : ঢাবি উপাচার্য
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/01/photo-1470036939.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, যাঁরা ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাঁদের দোসররাই গুলশানের ন্যক্কারজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আয়োজিত মানববন্ধনে উপাচার্য এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ মানববন্ধনের আয়োজন করে।
উপাচার্য বলেন, ১৬ কোটি মানুষের এই দেশে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত এবং ইন্ধনদাতা, ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ অসম্ভব নয়। শুধু দরকার ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা। তিনি বলেন, কেবল দেশে নয়, দেশের বাইরেও এ হামলা সংঘটিত হচ্ছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা এই সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তিনি তাদের অমানুষ বলে আখ্যায়িত করেন।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ যখন সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তখন একটি গোষ্ঠী এই অগ্রযাত্রাকে রুখে দিতে এই জঙ্গি হামলা চালাচ্ছে। জঙ্গিবাদকে রুখতে প্রত্যেক জায়গায় সচেতনভাবে সোচ্চার হতে হবে।
জঙ্গিবাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাসজুড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য এবং হল প্রাধ্যক্ষরা অংশ নেন। মানববন্ধনটি টিএসসি থেকে অপরাজেয় বাংলার সামনে দিয়ে ভিসি চত্বর হয়ে নীলক্ষেত পর্যন্ত দীর্ঘ হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতারা।