ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের দাফন সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিকের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে, শুক্রবার সকালে রাজধানীর গ্রিন রোডে নিজ বাসার পাশের মসজিদে আরেফিন সিদ্দিকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আত্মীয় স্বজন, দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্খীরা জানাজায় অংশ নেন। এরপর বাদ জুম্মা ধানমন্ডির ঈদগাহ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
সার্বিক নিরাপত্তা ও পরিবারের অসম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান।
গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আ আ ম স আরেফিন সিদ্দিক। গত কয়েকদিন ধরে হাসপাতালটিতে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
জানা গেছে, গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান তিনি। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।