এনটিভির সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন

এনটিভির স্টাফ করেসপনডেন্ট, আমার দেশে পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ আলীয়া মাদ্রাসা মাঠে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের জানাজা শেষে গেটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সকাল ৯ টায় তাঁর নিজ গ্রাম বলাকইড়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দীর্ঘ দিনের সহকর্মী সাংবাদিকবৃন্দসহ বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সাংবাদিক সারমাতের পারিবারিক সুত্রে জানাগেছে, গত শুক্রবার (১০অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের খ্রিস্টান পাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী হালিমা রহমান, মেয়ে সায়মা বিনতে মাহবুব (১৭), রাইমা বিনতে মাহবুব (১৪) ও তাসনিম মাহবুব রাফা (৬)কে রেখে গেছেন।
মাহবুব হোসেন সারমাতরা ছিলেন ১০ ভাই-বোন। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
তাঁর পিতা এসকেন্দার আলী সরদার গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।
সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের নিটক আত্মীয় ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না বলেন,শু ক্রবার জুম্মা নামাজ আদায় করে বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে সারমাত ঘুমিয়ে পড়েন। সন্ধ্যায় তাঁর স্ত্রী হালিমা রহমান ডাক দিলে সে সাড়া না দেওয়ায় চিৎকার দেয়। সারমাতের স্ত্রীর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে ডাক্তার ডেকে আনলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত তিন দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন। দৈনিক দিনকাল পত্রিকার মধ্য দিয়ে সে সাংবাদিকতা শুরু করেন। এরপর আমার দেশ ও এনটিভিতে দীর্ঘ দিন ধরে তিনি সাংবাদিকতা করছেন।
সাংবাদিকতায় গোপালগঞ্জ জেলা জুড়ে সাংবাদিক সারমাতের একটা সুনাম রয়েছে। তাঁর মৃত্যুতে গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সংবাদকর্মী গভীর ভাবে শোকাহত।
সারমাতের দীর্ঘ দিনের সহকর্মী সাংবাদিক মনোজ সাহা বলেন, সারমাত ভাই হঠাৎ করে এ ভাবে চলে যাওয়ায় গোপালগঞ্জ জেলায় সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের সকলের তাঁর অবুঝ সন্তানদের পাশে দাঁড়ানো উচিত।
গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসূন মন্ডল বলেন, সাংবাদিকতায় সারমাত ভাইর যেমন সুনাম রয়েছে তেমনি সাংগঠনিকভাবেও তিনি ছিলেন খুবই দক্ষ। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।
এদিকে দাফনের আগে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের দীর্ঘ দিনের সহকর্মীগণ চোখের জল ও ফুলেল শুভেচ্ছায় তাঁকে চির বিদায় জানায়।