আইসিই নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে তীব্র আক্রমণ লেভিটের
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই-এর কার্যক্রম নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে তীব্র ভাষায় পাল্টা আক্রমণ করেছেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। বৃহস্পতিবারের ব্রিফিংয়ের শেষ পর্যায়ে ক্যারোলাইন লেভিট সরাসরি ওই সাংবাদিককে ‘বামপন্থী হ্যাক’ এবং ‘অ্যাক্টিভিস্ট’ হিসেবে অভিহিত করেন।
ব্রিফিং চলাকালীন আইরিশ সাংবাদিক নায়াল স্ট্যানেজ আইসিই-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি তথ্য দেন যে, গত বছর আইসিই হেফাজতে ৩২ জন মারা গেছেন এবং ১৭০ জন মার্কিন নাগরিককে ভুলবশত আটক করা হয়েছে। এছাড়া সম্প্রতি মিনিয়াপলিস শহরে রেনি গুড নামে এক নারী আইসিই এজেন্টের গুলিতে নিহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি জানতে চান, প্রশাসন এই সংস্থাকে কীভাবে ‘সঠিক কাজ করছে’ বলে দাবি করছে?
সাংবাদিকের এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে লেভিট পাল্টা প্রশ্ন করেন—রেনি গুড কেন মারা গেছেন বলে তিনি মনে করেন? ওই সাংবাদিক যখন বলেন যে একজন আইসিই এজেন্টের ‘বেপরোয়া ও অযৌক্তিক’ গুলিতে তিনি নিহত হয়েছেন, তখনই ক্যারোলাইন লেভিট ফেটে পড়েন। তিনি বলেন, ‘আপনি একজন পক্ষপাতদুষ্ট এবং বামপন্থি সাংবাদিক। আপনি সাংবাদিকতার ভান করছেন কিন্তু আসলে আপনি একজন বামপন্থি অ্যাক্টিভিস্ট।’
লেভিট অভিযোগ করে বলেন, মিডিয়ার একটি বড় অংশ শুধু আইসিই-এর ভুলগুলো নিয়ে পড়ে থাকে। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আপনি কি জানেন কতজন মার্কিন নাগরিক অবৈধ অভিবাসীদের হাতে প্রাণ হারিয়েছেন? আপনি কি কখনো লেকেন রাইলি বা জসলিন নাংরে এর গল্পগুলো পড়েছেন?’
ক্যারোলাইন লেভিট আরও বলেন, ‘আইসিই-এর সাহসী নারী-পুরুষরা এই ধরনের অপরাধীদের হাত থেকে আমেরিকান জনপদকে রক্ষা করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। আপনার মতো সাংবাদিকরা যারা একচোখা দৃষ্টিভঙ্গি নিয়ে বসেন, তাদের এই সিটে বসার যোগ্যতাই নেই।’

এনটিভি অনলাইন ডেস্ক