পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সময়সূচির নতুন নিয়ম বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীরা।
আজ শনিবার সকালে কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন অলি আহাদ, মাহবুব হোসেন, নাজমুল হক বাবু, রনি হোসেন প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, নতুন এই নিয়মের কারণে চার ঘণ্টার পরীক্ষা সাড়ে তিন ঘণ্টায় দিতে হবে। এই সময়ের মধ্যে সব প্রশ্নের পরিপূর্ণ উত্তর দেওয়া অসম্ভব হয়ে পড়বে। তারা অবিলম্বে আগের নিয়ম পুনর্বহালের দাবি জানান।
এ সময় কলেজ ছাত্রলীগ, ছাত্রদল এবং পাহাড়ি ছাত্র পরিষদ নেতারা মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন।