রাবিতে ছুটি শুরু বুধবার, রুয়েটে বৃহস্পতিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনব্যাপী ছুটি শুরু হবে আগামীকাল বুধবার। এ ছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছুটি শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার। চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠান দুটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান বলেন, ৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আর ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এ ছাড়া বন্ধকালীন কর্মচারীরা ছুটিতে থাকায় ৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ করে দেওয়া হবে। আর ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় হলগুলো পুনরায় খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন জানান, ঈদের ছুটির সময়ে রুয়েটে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। কেবল জরুরি শাখাগুলোতে বিশেষ ব্যবস্থায় কর্মকাণ্ড চলবে।
আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। সব বিভাগের ক্লাস এদিন থেকেই শুরু হবে বলেও জানান মোশাররাফ হোসেন।

রাবি সংবাদদাতা