রাবির হল খুলেছে আজ, ক্লাস কাল থেকে
১২ দিনের ঈদের ছুটি শেষে আজ রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে ক্লাস-পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম নিয়মিত চলবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের ছুটি শেষে আজ রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা হবে। একই সঙ্গে চলবে একাডেমিক কার্যক্রমও।
ঈদুল আজহা উপলক্ষে ৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে ৮ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল বন্ধ রাখা হয়।

রাবি সংবাদদাতা