ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি : ইবি উপাচার্য
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক, প্রশাসনিক দপ্তর, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রসহ সব সেক্টরে যেকোনো সমস্যা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন উপাচার্য ড. হারুন-উর রশিদ আসকারী। তিনি বলেন, ‘আমি যা করব এই বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্যই করব। কোনো ব্যক্তিগত এজেন্ডা কখনো বাস্তবায়ন করব না।’
আজ রোববার উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের দুটি পৃথক সংগঠন সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সঙ্গে এক মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন। উপাচার্যের দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি উপলক্ষে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করেন উপাচার্য।
ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, আগামী নভেম্বরের মধ্যে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সমাপ্ত করে জানুয়ারি থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে। পরবর্তী বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই তাদের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। এতে বছরের কোর্স, বছরেই সমাপ্ত হবে। এদের কোনো সেশনজট থাকবে না। আর যেসব বিভাগে সেশনজট রয়েছে তাদের সেশনজট আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সম্পূর্ণ দূর করারও আশ্বাস দেন তিনি।
ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরিকে আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল মানের গড়ে তোলার কথাও বলেন উপাচার্য। তিনি বলেন, ই-জার্নাল বই কেনার প্রক্রিয়া শুরু করেছি। পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা অনলাইনে কেন্দ্রীয় ই-লাইব্রেরির বইগুলো যেকোনো জায়গা থেকেই পড়তে পারবে।
ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে চাই। প্রশাসনের প্রতিটি সেক্টরকে আরো শক্তিশালী, সচেতন এবং কর্মঠ করতে আমরা বদ্ধ পরিকর।’
সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সবার সহযোগিতা কামনা করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘কোথাও কোনো অসঙ্গতি দেখলে আমাদের তথ্য দিন। আমরা তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নিতে সচেষ্ট হব।’
এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজ, ইবি সংবাদিক সমিতির সভাপতি মোস্তফা জুবাইর আলম, সাধারণ সম্পাদক শাহজাহান নবীনসহ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইবি সংবাদদাতা