রাবিতে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারদিনব্যাপী ডিজিটাল চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা শুরু হচ্ছে। আগামী ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ বকুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে ড. সাজ্জাদ বকুল উল্লেখ করেন, ‘এ কর্মশালা আগামী ২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এর আয়োজন করেছে রাবি চলচ্চিত্র সংসদ। চলচ্চিত্রনির্মাতা আহসান কবির লিটনের পরিচালনায় কর্মশালাটির উদ্বোধন করবেন উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিন।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালাটি প্রতিদিন বিকেল ৩টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও যে কেউ এতে অংশ নিতে পারবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে। অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ ১৫০ টাকা দিতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১ অক্টোবর।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিএসসিসির পরিচালক অধ্যাপক টি এম নূরুল মোদ্দাসের চৌধুরী, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনু, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান। এ ছাড়া কর্মশালা পরিচালনার দায়িত্বে থাকবেন ড. সাজ্জাদ বকুল, অভিনেতা ও সিনেমাটোগ্রাফার মাহমুদ হোসেন মাসুদ।

রাবি সংবাদদাতা