‘নেতৃত্ব পর্যায়ে আকাঙ্ক্ষার বিশুদ্ধতাই বাংলাদেশের অন্যতম সংকট’
বাংলাদেশের নেতৃত্ব পর্যায়ের আকাঙ্ক্ষায় বিশুদ্ধতার সংকট রয়েছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। আর এ সংকটই বাংলাদেশের জন্য অন্যতম সংকট বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে মেট্রোপোল স্কলারশিপ পরিষদের আয়োজনে চট্টগ্রামে স্কলারশিপ প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিকান্দার খান, বিশিষ্ট শিক্ষাবিদ এ কে মাহমুদুল হক ও সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে নিজের বক্তব্যে জিল্লুর রহমান বলেন, ‘অনেকেই বলেন- আমাদের নেতৃত্বের সংকট রয়েছে। তবে এখানে দক্ষতার কোনো সংকট নেই। আজকে শিক্ষার হার অনেক বেড়েছে, শিক্ষিত লোকজন এখন নেতৃত্ব দিতে আসছেন। দক্ষ নেতৃত্ব চারদিকে আছে। সংকট হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার বিশুদ্ধতার। আমি দক্ষ কিন্তু আমার আকাঙ্ক্ষাটা কী? আমি সমাজকে উন্নত করতে চাই কি না? আমি দুর্নীতি দূর করতে চাই কি না। আমি অনিয়মকে প্রশ্রয় দিতে চাই কি না।আমার দক্ষতাটা সেখানে মুখ্য বিষয় না। আমার আকাঙ্ক্ষাটাই সেখানে মুখ্য বিষয়। আজকে এই আকাঙ্ক্ষার বিশুদ্ধতার সংকটই বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে অন্যতম সংকট বাংলাদেশের জন্য।’
সংবর্ধিত গুণী শিক্ষকদের মতো শিক্ষক দেশে খুবই প্রয়োজন মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘এদের মতো শিক্ষক হতে পারলে বাংলাদেশের অগ্রগতি কিছুতেই থামানো যাবে না।’
পরে বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।