বই উৎসবে গোপালগঞ্জে ৬ লাখ সাড়ে ৮৬ হাজার বই বিতরণ করা হবে
গোপালগঞ্জে বই উৎসব উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছয় লাখ ৮৬ হাজার ৬৫৭টি বই বিতরণ করা হবে। আগামী ১ জানুয়ারি বই উৎসবের দিনে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে শুরু করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এসব বই বিনামূল্যে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে জেলার পাঁচ উপজেলার বিদ্যালয়ে বই পৌঁছে গেছে। বিদ্যালয়গুলো বই বিতরণের প্রস্তুতি নিচ্ছে।
গোপালগঞ্জ শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম বলেন, ‘আমার বিদ্যালয়ে প্রায় এক হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে। আমাদের স্কুলে শিক্ষার্থীদের চাহিদার সব বই এসে পৌঁছেছে। আগামী ১ জানুয়ারি আমাদের বিদ্যালয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করবেন। বই উৎসব উদযাপনের আমরা প্রস্তুতি নিচ্ছি। ওই দিনই আমরা সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পারব। শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই নিয়ে ক্লাস করতে পারবে। নতুন বই পেলে শিক্ষার্থীদের আনন্দের সীমা থাকে না।’
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, ‘এ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছয় লাখ ৮৬ হাজার ৬৫৭টি বইয়ের চাহিদা রয়েছে। এরমধ্যে প্রাক প্রথমিক শ্রেণির ২৮ হাজার ৫০২ টি বই, প্রথম শ্রেণির ৮৭ হাজার ১৫৯টি বই, দ্বিতীয় শ্রেণির ৮৫ হাজার ১৫৫টি বই, তৃতীয় শ্রেণির এক লাখ ৬৫ হাজার ৩৯০টি বই, চতুর্থ শ্রেণির এক লাখ ৬৫ হাজার ২৭০টি বই, পঞ্চম শ্রেণির এক লাখ ৫৫ হাজার ৯৪০টি বই আমরা পেয়েছি। ইতিমধ্যে আমরা বইগুলো উপজেলায় পাঠিয়েছি। উপজেলা থেকে বইগুলো বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।’