ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয় ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের সাতটি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনসহ সংশ্লিষ্টরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় এক হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩৭ হাজার ৬৭৯ জন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৯টি কেন্দ্রে ২৬ হাজার ১১০ জন এবং ঢাকার বাইরে ৭টি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৫৬৯ জন আবেদনকারী পরীক্ষা দিয়েছে।
সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এবারের ভর্তি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবছর ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৩৬ জন।

এনটিভি অনলাইন ডেস্ক